হিফজ বিভাগ
ভর্তির বয়সসীমা : ৭-১৫ বছর
শিক্ষাকাল : ৩ বছর
এ বিভাগের বৈশিষ্ট্য
- আন্তর্জাতিক মানের অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা নিজস্ব পাঠপরিকল্পনার মাধ্যমে হিফজ বিভাগ পরিচালিত হয়।
- হিফজের পাশাপাশি আরবী ইংরেজী ভাষায় পারদর্শী করে তোলা।
- ৩ বছরের মধ্যেই হিফজ সম্পন্ন করার আন্তরিক প্রচেষ্টা।
- হিফজ করতে পারবে কি না তা যাচাই করার জন্য একবছর পরীক্ষামূলক হিফজ বিভাগে পড়ানো হয়। হিফজের উপযোগী না হলে কিতাব বিভাগে স্থানান্তর করা হয়, এতে তার সময়ের হেফজত হয় এবং স্বল্প সময়ে আলেম হতে পারে। আন্তর্জাতিক মানের কারীগণের মাধ্যমে নিয়মতান্ত্রিক মাশকের ব্যবস্থা ।
- তাজভীদভিত্তিক সিহাত ও সিফাতের মার্জিত উচ্চারণ শিক্ষা দান।
- আরবী ও ইংরেজী ভাষায় কথা বলার যোগ্য হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সপ্তাহে ৩দিন আরবী এবং ৩দিন ইংরেজী কথোপকথন ক্লাস করানো হয়।
(3) শুনানি বিভাগ।
শিক্ষাকাল : ১ বছর
বয়সকাল : ১৩-১৫ বছর,
হাফেজ সংখ্যা : ১৫জন।
এ বিভাগে হাফেজ ছাত্ররা অধিক পরিমাণে মক, শুনানি ও ইয়াদের মাধ্যমে তার হিফজুল কুরআনকে মজবুত করতে পারে। দু'জন অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকের সার্বক্ষণিক তত্ত্বাবধানে তাদের পড়াশোনা ও পরিচর্যা করা হয়। জাতীয় ও আঞ্চলিক বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করানো হয়।