মারকাযুল ফিকহিল ইসলামী উত্তরা, ঢাকা।
মক্তব বিভাগে ভর্তিঃ
মক্তব বিভাগে রমজান ও জানুয়ারীতে ভর্তি নেওয়া হয়। তাছাড়া জায়গার সংকুলান হলে অন্য সময়ও ভর্তি নেওয়ার সুযোগ আছে।
হিফজ বিভাগে ভর্তিঃ
হিফজ বিভাগে উপযুক্ত ছাত্রদের যেকোনো সময় ভর্তি নেওয়া হয়। তবে জায়গার সংকুলান হলে। রমজানে বিশেষভাবে ভর্তির সুবর্ণ সুযোগ।
কিতাব বিভাগে ভর্তিঃ
কিতাব বিভাগে শুধুমাত্র শাওয়ালের ৮ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত ভর্তি নেওয়া হয়। তবে রমজানে কেউ ভর্তি হতে চাইলে উস্তাদগণের পরামর্শে ভর্তির সুযোগ আছে।