মারকাযের জনসেবা প্রকল্প সমূহ
ক. ইসলাহী মজলিস
মানুষের ইমান-আকাইদ, আমলী সংশোধন, আত্মিক পরিশুদ্ধি এবং যুগসচেতন হওয়া অতীব প্রয়োজন আর সেই প্রয়োজনীয়তাকে সামনে রেখে প্রতি ইংরেজি মাসের প্রথম শত্রুবার, বাদ মাগরিব, মারকাযের মিলনায়তন কক্ষে ইসলাহী মজলিস অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে বয়ান পেশ করেন, কুতুবুল আলম আরেফ বিল্লাহ শাহ হাকীম মুহাম্মদ আখতার (রহ.) এর সুযোগ্য খলিফা, শাইখুল হাদীস আল্লামা মুফতি আব্দুল গফ্ফার (দা.বা.)।
খ. সাপ্তাহিক তাফসির মাহফিল
মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআনুল কারীমের দিক নির্দেশনা রয়েছে। বাংলা ভাষা-ভাষি সাধারণ মানুষ যেন কুরআনের এই দিক নির্দেশনা হৃদয়াঙ্গম করতে সক্ষম হয় এই জন্য মারকায কর্তৃপক্ষ সাপ্তাহিক তাফসির মাহফিলের ব্যবস্থা করেছে। উক্ত মাহফিলে তাফসির পেশ করেন শাইখুল হাদীস আল্লামা মুফতি আব্দুল গফ্ফার (দা.বা.)।
গ. ফাতাওয়া বিভাগ
এ বিভাগে ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, ব্যবসায়িক ইত্যাদি সমস্যার শরয়ী সমাধান দলীলসহ লিখিত আকারে পেশ করা হয়। এছাড়া যুগ-চাহিদাকে সামনে রেখে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে শরয়ী দিক নির্দেশনা দেওয়া হয়।
ঘ. ফারায়েজ বিভাগ
এ বিভাগে মৃত ব্যক্তির রেখে যাওয়া স্থাবর-অস্থাবর যাবতীয় সম্পদ শরীয়ত নির্দেশিত পন্থায় ওয়ারিসগণের মধ্যে সহীহ ও সুন্দরভাবে বণ্টনের রূপরেখা বর্ণনা করা হয়।
ঙ. দাওয়াত ও তাবলীগ বিভাগ
ইলম শিক্ষার পাশাপাশি সাধারণ মানুষকে দীনের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে মারকাযের ছাত্ররা দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় ব্যয় করে। তারা বিভিন্ন নেসাব তথা সপ্তাহে ২৪ ঘন্টা, মাসে তিনদিন, বছরে এক চিল্লা ও ফারেগের পর এক সাল সময় লাগিয়ে দাওয়াত ও তাবলিগী কার্যক্রম আঞ্জাম দিয়ে থাকে।
চ. তাহসীনুল কুরআন বিভাগ
এ বিভাগে দক্ষ শিক্ষকের মাধ্যমে বয়স্ক মানুষ ও স্কুল-কলেজের ছাত্রদের বিশুদ্ধভাবে কুরআন শিক্ষাসহ জরুরী মাসআলা-মাসায়েল শিক্ষা দেওয়া হয়।