তারানায়ে মারকায

তারানায়ে মারকায

তারানায়ে মারকায

মারকাযুল ফিকহিল ইসলামী
মারকাযে ইলম্ আমলে নববী,
সাহাবাদের আদর্শ চেতনা
মহান প্রভুর করুনাকামী \ (৩বার)
হেরার জ্যোতিতে উদ্ভাসিত মোরা
আসহাবে সুফ্ফার পথআরোহী,
সাহাবা, তাবেয়ীন, সালাফে সালেহীন
দেওবন্দের মোরা পতাকাবাহী, (২বার)
নানুতুবী, থানবী, শাহ হাকীম আখতার  (২বার)
আমরা তাদের চেতনাধারী \ —(ঐ)
আমাদের মারকাযের আসাতিযা
নৈতিকতার পথে চলতে শেখায়,
এ মারকায সমােজের সব মানুষের
খোদার রাহের পাথেয় যোগায়, (২বার)
সাধনায়, ইখলাসে, খোদাভীতিতে (২বার)
হতে চাই মোরা এক নমুনাধারী \ —(ঐ)
ইলমের, আমলের, তাকওয়ার মারকায
উলূমে নববীর কেন্দ্রভুমি,
বাংলার জমীনে, বিশ্বভুবনে
পেঁৗছে দেবো মোরা খোদার বাণী, (২বার)
মহান প্রভুর কাছে এই মনোভাব (২বার)
আবাদ রেখো মোদের এই মারকায \ —(ঐ)

 

arrow_upward