মারকাযের বর্তমান বিভাগসমূহ
১. আদর্শ মক্তব বিভাগ
২. হিফজুল কুরআন বিভাগ
৩. শুনানি বিভাগ
৪. কিতাব বিভাগ
৫. ইফ্তা বিভাগ
৬. হাদীস বিভাগ
(1) আদর্শ মক্তব বিভাগ
ভর্তির বয়সসীমা : ৫-১২ বৎসর
শিক্ষাকাল : ২-৩ বৎসর
এ বিভাগের বৈশিষ্ট্য
এ বিভাগটি দুটি মেয়াদে বিভক্ত-
দুই বৎসর মেয়াদী : (আবাসিক ও বাংলা ইংরেজীতে মজবুত ছাত্রদের জন্য প্রযোজ্য)
- অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা নিজস্ব পাঠপরিকল্পনায় পরিচালিত হয়।
- শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত শিক্ষা প্রদানের পর বিশেষ বিশেষ সূরা মুখস্থ করানো হয়।
- ওযু, গোসল, নামায, রোযা ইত্যাদির প্রয়োজনীয় দুআ ও মাসায়েল হাতে-কলমে শিক্ষা দেয়া হয়।
- ন্যাশনাল কারিকুলামে প্রথম শ্রেণী হতে তৃতীয় শ্রেণী পর্যন্ত আরবী, ইংরেজী, গণিত, ইতিহাস ও বিজ্ঞান শিক্ষা পাঠদান।
- আরবী ও ইংরেজী ভাষায় কথা বলার যোগ্য হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সপ্তাহে ৩দিন আরবী এবং ৩দিন ইংরেজী কথোপকথন ক্লাস করানো হয়।
তিন বছর মেয়াদী : (অনাবাসিক ও বাংলা ইংরেজীতে তুলনামূলক দুর্বল ছাত্রদের জন্য প্রযোজ্য)
- অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা নিজস্ব পাঠপরিকল্পনায় পরিচালিত হয়।
- শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত শিক্ষা প্রদানের পর বিশেষ বিশেষ সূরা মুখস্থ করানো হয়।
- ওযু, গোসল, নামায, রোযা ইত্যাদির প্রয়োজনীয় দুআ ও মাসায়েল হাতে কলমে শিক্ষা দেয়া হয়।
- ন্যাশনাল কারিকুলামে প্রথম শ্রেণী হতে তৃতীয় শ্রেণী পর্যন্ত আরবী, ইংরেজী, গণিত, ইতিহাস ও বিজ্ঞান শিক্ষা পাঠদান।
- আরবী ও ইংরেজী ভাষায় কথা বলার যোগ্য হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সপ্তাহে ৩দিন আরবী এবং ৩দিন ইংরেজী কথোপকথন ক্লাস করানো হয়।
- এই বিভাগটির সিলেবাস এমন ভাবে ঢেলে সাজানো হয়েছে যে, মক্তব/হিফজ সম্পন্ন করে একজন ছাত্র সহজেই জেনারেল পড়াশোনা করতে পারবে ।
(2) হিফজ বিভাগ
ভর্তির বয়সসীমা : ৭-১৫ বছর
শিক্ষাকাল : ৩ বছর
এ বিভাগের বৈশিষ্ট্য
- আন্তর্জাতিক মানের অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা নিজস্ব পাঠপরিকল্পনার মাধ্যমে হিফজ বিভাগ পরিচালিত হয়।
- হিফজের পাশাপাশি আরবী ইংরেজী ভাষায় পারদর্শী করে তোলা।
- ৩ বছরের মধ্যেই হিফজ সম্পন্ন করার আন্তরিক প্রচেষ্টা।
- হিফজ করতে পারবে কি না তা যাচাই করার জন্য একবছর পরীক্ষামূলক হিফজ বিভাগে পড়ানো হয়। হিফজের উপযোগী না হলে কিতাব বিভাগে স্থানান্তর করা হয়, এতে তার সময়ের হেফজত হয় এবং স্বল্প সময়ে আলেম হতে পারে। আন্তর্জাতিক মানের কারীগণের মাধ্যমে নিয়মতান্ত্রিক মাশকের ব্যবস্থা ।
- তাজভীদভিত্তিক সিহাত ও সিফাতের মার্জিত উচ্চারণ শিক্ষা দান।
- আরবী ও ইংরেজী ভাষায় কথা বলার যোগ্য হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সপ্তাহে ৩দিন আরবী এবং ৩দিন ইংরেজী কথোপকথন ক্লাস করানো হয়।
(3) শুনানি বিভাগ।
শিক্ষাকাল : ১ বছর
বয়সকাল : ১৩-১৫ বছর,
হাফেজ সংখ্যা : ১৫জন।
এ বিভাগে হাফেজ ছাত্ররা অধিক পরিমাণে মক, শুনানি ও ইয়াদের মাধ্যমে তার হিফজুল কুরআনকে মজবুত করতে পারে। দু'জন অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকের সার্বক্ষণিক তত্ত্বাবধানে তাদের পড়াশোনা ও পরিচর্যা করা হয়। জাতীয় ও আঞ্চলিক বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করানো হয়।
(4) কিতাব বিভাগ
শিক্ষাকাল : ১০ বছর
এ বিভাগের বৈশিষ্ট্য
এ বিভাগ পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা ব্যবস্থাপনা সমৃদ্ধ ।
* মক্তব বা হিফজ সমাপনকারী ছাত্ররা এ বিভাগে পদাপর্ণ করে ১০ বছরে দাওরায়ে হাদীস (মাস্টার্স সমমান) পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করতে পারে।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া তথা কওমি মাদরাসা শিক্ষা বোর্ড এর সিলেবাস অনুযায়ী পাঠদান।
দেশের অন্যতম দুটি দ্বীনি বিদ্যাপীঠ; মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর এবং মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া'র একদল দক্ষ ও তরুণ ফুজালা দ্বারা পাঠদান ও সার্বক্ষণিক তত্ত্বাবধান।
আরবী ও বাংলা মাধ্যমে পাঠদান।
প্রতিটি সাবজেক্ট এর জন্য নির্ধারিত সিলেবাস অনুযায়ী পাঠদানের ব্যবস্থা।
প্রতিদিনের পড়া ক্লাসের ভেতরেই শিখানো ও আদায় করা।
প্রতিটি ছাত্রকে আরবী ভাষা, আরবী সাহিত্য ও আরবীতে কথোপকথনে পূর্ণ দক্ষ এবং পারদর্শী করে তোলার সর্বাত্মক প্রচেষ্টা।
প্রতিটি ছাত্রের নাহু-সরফ মজবুত করার লক্ষ্যে প্রাত্যহিক ক্লাসের বিশেষ আয়োজন এবং মাসিক ও বাৎসরিক প্রতিযোগীতা অনুষ্ঠানের ব্যবস্থা।
ছাত্রদের মেধা ও মননশীলতা তৈরী এবং বহুমুখী প্রতিভা বিকাশের লক্ষ্যে সাহিত্য-সংস্কৃতি চর্চার ব্যবস্থা।
আরবী, ইংরেজী ও বাংলা ভাষায় লেখা, বক্তৃতা ও বিতর্ক শেখার জন্য বাৎসরিক এবং সাপ্তাহিক ছাত্র-সেমিনার আয়োজন।
প্রতিটি ছাত্রের হস্তলিপি সুন্দর ও আকর্ষণীয় করে তোলার ব্যাপারে বিশেষ তত্ত্বাবধান।
সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা গ্রহণ ।
পড়াশোনার পাশাপাশি আমলী জিন্দেগী গঠনের লক্ষ্যে ছাত্রদের উদ্দেশ্যে সাপ্তাহিক ও মাসিক তরবিয়াতি মজলিসের আয়োজন।
(5) ইফতা বিভাগ : (উচ্চতর ইসলামী আইন শাস্ত্র গবেষণা বিভাগ)
শিক্ষাকাল : ২বছর
এ বিভাগের বৈশিষ্ট্য
দেশবরেণ্য মুফতিয়ানে কেরামের সুপরামর্শ ও তত্ত্বাবধানে পরিচালিত।
অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলি দ্বারা আন্তর্জাতিক মানের সিলেবাস অনুযায়ী পাঠদান।
দাওরায়ে হাদীস সমপানকারী ১ম বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের দু'বছরে ইসলামী আইন শাস্ত্রে পারদর্শী করে গড়ে তোলা হয় শিক্ষার্থীদের অধ্যয়নের সুবিধার্থে সমৃদ্ধশালী সুবিশাল ইসলামী লাইব্রেরীর ব্যবস্থা।
সমসাময়িক ও নিত্য-নতুন বিষয়ে বিশিষ্ট মুফতিয়ানে কেরামের মাধ্যমে সাপ্তাহিক ও মাসিক মুহাযারার আয়োজন । গবেষণালব্ধ পর্যাপ্ত তামরীন (অনুশীলনী) এর প্রতি বিশেষ গুরুত্বারোপ ।
শিক্ষার্থীদের মাধ্যমে স্বল্প সময়ে মানুষের প্রভূত নিত্য নতুন ও আধুনিক সমস্যাবলির শরয়ী সমাধান।
কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের দুবছর মেয়াদান্তে নির্দিষ্ট বিষয়ের উপর পূর্ণাঙ্গ গবেষণা অভিসন্দর্ভ থিসিস লিখানো।
প্রতিটি শিক্ষার্থীর ইংরেজী শিক্ষা এবং কম্পিউটার প্রশিক্ষণ নিশ্চিত করণ।
(6) উলুমুল হাদীস বিভাগ : (উচ্চতর হাদীস গবেষণা বিভাগ)
শিক্ষাকাল : ২ বছর
এ বিভাগের বৈশিষ্ট
দেশবরেণ্য মুহাদ্দিসীনে কেরামের সুপরামর্শ ও তত্ত্বাবধানে পরিচালিত।
অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলি দ্বারা আন্তর্জাতিক মানের সিলেবাস অনুযায়ী পাঠদান।
দাওরায়ে হাদীস সমপানকারী ১ম বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের দু'বছরে ইসলামী উচ্চতর হাদীস শাস্ত্রে পারদর্শী করে গড়ে তোলা হয়।
শিক্ষার্থীদের অধ্যয়নের সুবিধার্থে সমৃদ্ধশালী সুবিশাল ইসলামী লাইব্রেরীর ব্যবস্থা।
সমসাময়িক ও নিত্য-নতুন বিষয়ে বিশিষ্ট মুহাদ্দিসীনে কেরামের মাধ্যমে সাপ্তাহিক ও মাসিক মুহাযারার আয়োজন। গবেষণা লব্ধ পর্যাপ্ত তামরীন (অনুশীলনী) এর প্রতি বিশেষ গুরুত্বারোপ ।
শিক্ষার্থীদের মাধ্যমে স্বল্প সময়ে মানুষের প্রভূত নিত্য নতুন ও আধুনিক সমস্যাবলির শরয়ী ও শাস্ত্রীয় সমাধান।
কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের দুবছর মেয়াদান্তে নির্দিষ্ট বিষয়ের উপর পূর্ণাঙ্গ গবেষণা অভিসন্দর্ভ থিসিস লিখানো।
প্রতিটি শিক্ষার্থীর ইংরেজী শিক্ষা এবং কম্পিউটার প্রশিক্ষণ নিশ্চিত করণ।
সমসাময়িক লা-মাযহাবী ফেত্না, কুসংস্কার ও প্রচলিত জাল হাদীস চিহ্নিত করার মত যোগ্য হিসাবে গড়ে তোলার সর্বাত্মক প্রচেষ্টা।