আদর্শ মক্তব বিভাগ
ভর্তির বয়সসীমা : ৫-১২ বৎসর
শিক্ষাকাল : ২-৩ বৎসর
এ বিভাগের বৈশিষ্ট্য
এ বিভাগটি দুটি মেয়াদে বিভক্ত-
দুই বৎসর মেয়াদী : (আবাসিক ও বাংলা ইংরেজীতে মজবুত ছাত্রদের জন্য প্রযোজ্য)
- অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা নিজস্ব পাঠপরিকল্পনায় পরিচালিত হয়।
- শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত শিক্ষা প্রদানের পর বিশেষ বিশেষ সূরা মুখস্থ করানো হয়।
- ওযু, গোসল, নামায, রোযা ইত্যাদির প্রয়োজনীয় দুআ ও মাসায়েল হাতে-কলমে শিক্ষা দেয়া হয়।
- ন্যাশনাল কারিকুলামে প্রথম শ্রেণী হতে তৃতীয় শ্রেণী পর্যন্ত আরবী, ইংরেজী, গণিত, ইতিহাস ও বিজ্ঞান শিক্ষা পাঠদান।
- আরবী ও ইংরেজী ভাষায় কথা বলার যোগ্য হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সপ্তাহে ৩দিন আরবী এবং ৩দিন ইংরেজী কথোপকথন ক্লাস করানো হয়।
তিন বছর মেয়াদী : (অনাবাসিক ও বাংলা ইংরেজীতে তুলনামূলক দুর্বল ছাত্রদের জন্য প্রযোজ্য)
- অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা নিজস্ব পাঠপরিকল্পনায় পরিচালিত হয়।
- শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত শিক্ষা প্রদানের পর বিশেষ বিশেষ সূরা মুখস্থ করানো হয়।
- ওযু, গোসল, নামায, রোযা ইত্যাদির প্রয়োজনীয় দুআ ও মাসায়েল হাতে কলমে শিক্ষা দেয়া হয়।
- ন্যাশনাল কারিকুলামে প্রথম শ্রেণী হতে তৃতীয় শ্রেণী পর্যন্ত আরবী, ইংরেজী, গণিত, ইতিহাস ও বিজ্ঞান শিক্ষা পাঠদান।
- আরবী ও ইংরেজী ভাষায় কথা বলার যোগ্য হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সপ্তাহে ৩দিন আরবী এবং ৩দিন ইংরেজী কথোপকথন ক্লাস করানো হয়।
- এই বিভাগটির সিলেবাস এমন ভাবে ঢেলে সাজানো হয়েছে যে, মক্তব/হিফজ সম্পন্ন করে একজন ছাত্র সহজেই জেনারেল পড়াশোনা করতে পারবে ।