মারকাযের নাম ও অবস্থান

মারকাযের নাম ও অবস্থান

মারকাযের নাম ও অবস্থান

নাম

মারকাযুল ফিকহিল ইসলামী উত্তরা, ঢাকা।

অবস্থান

রাজধানী ঢাকার নান্দনিকতার ছোঁয়ায় গড়ে ওঠা বৃহত্তর উত্তরার ১০ নম্বর সেক্টর, ০১ নম্বর রোড, সুইস গেইট থেকে প্রায় ২০০গজ পশ্চিম দিকে পুরাতন ব্রীজের মাথায় ৫কাঠা প্লটের উপর ৬তলা বিশিষ্ট ২নম্বর বাড়ীটিতে অস্থায়ীভাবে সূচনা হয়েছে মারকাযের প্রাতিষ্ঠানিক কার্যক্রম। এর পশ্চিম পার্শে রয়েছে প্যারাডাইস স্কুল এন্ড কলেজ। বাকি তিন পাশেই রয়েছে বেশ চওড়া রাস্তা। সম্মুখের রাস্তা সংলগ্ন রয়েছে লেকপার্ক, এই লেকটি সুইস গেইট হয়ে তুরাগ নদীর সাথে মিশেছে। নীচ তলায় রয়েছে গার্ডিয়ানদের অপেক্ষাগার, মারকায ক্যান্টিন। দ্বিতীয় তলায় রয়েছে অফিস কক্ষ, শাইখুল হাদীস আল্লামা মুফতি আব্দুল গাফ্ফার সাহেবের আরাম গাহ, উচ্চতর হাদীস ও উচ্চতর ইসলামী আইনশাস্ত্র গবেষণা বিভাগ, তাকমীল জামাত এবং সমৃদ্ধ সুবৃহৎ ইলমী গ্রন্থাগার । তৃতীয় তলায় রয়েছে, নামাযের স্থান, তাইসীর, মিযান, নাহবেমীর ও হেদায়াতুন্নাহু জামাত। ৪র্থ তলায় রয়েছে, নাযেমে তালিমাতের কার্যালয়, মিশকাত, জালালাইন, শরহে বেকায়া, কাফিয়া জামাত ও ইস্ত্রিকক্ষ। খুসূসী জামাত রয়েছে ৫ম তলার উত্তর পার্শ্বে। আর ৫ম তলার অবশিষ্ট অংশজুড়ে রয়েছে আন্তর্জাতিক মানের হিফজ বিভাগ। ৬ষ্ঠ তলায় রয়েছে আদর্শ মক্তব বিভাগ এবং ছাদে রয়েছে কেয়ারটেকার রূম ও রান্নাঘর।

arrow_upward