প্রতিষ্ঠানের নাম : মারকাযুল ফিকহিল ইসলামী
অস্থায়ী ঠিকানা : বাসা # ০২, রোড # ০১, সেক্টর # ১০, উত্তরা, ঢাকা- ১২৩০ ।
মারকায পরিচালিত হয় :
ক. মজলিসে শুরা পরিষদ
খ. পরিচালনা পরিষদ
গ. হীতাকাঙ্খী পরিষদ।
মজলিসে শুরার দায়িত্ব ও কর্তব্য
ক. মজলিসে শু'রা গঠিত হবে বিশিষ্ঠ আলেমেদ্বীন, বুযূর্গ, পরহেজগার ও মারকাযুল ফিকহিল ইসলামীর মূলনীতি, আদর্শ-উদ্দেশ্যের সাথে একমত পোষণকারী।
খ. মজলিসে শুরা “মারকাযুল ফিকহিল ইসলামীর” সর্বোচ্চ পরামর্শ দাতা পরিষদ হিসাবে গণ্য হইবে।
গ. পরিচালনা পরিষদের অবগতির মাধ্যমে “ মারকাযুল ফিকহিল ইসলামীর ” রঈস (প্রিন্সিপাল), শিক্ষক ও কর্মচারী নিয়োগ, বরখাস্ত, পদোন্নতি, পদাবনতি, বেতনের হার, পদ মর্যাদা, দায়িত্ব ও অধিকারসমূহ নির্ধারণ করা।
ঘ. মজলিসে শু'রা মারকাযের অভ্যন্তরীণ বিষয়ে পুরোপুরি পরামর্শ ও দিকনির্দেশনা করিবে ।
যেমনঃ শিক্ষার মানদন্ড তৈরি ও বাস্তবায়ন করা, শিক্ষক, ছাত্র, স্টাফ সকলের আমল-আখলাক ও সুন্নতে নববীর অনুকরণে সঠিক দিকনির্দেশনা প্রদান করা।
ঙ. মারকায পরিচালনায় “পরিচালনা পরিষদ”কে সঠিক পরামর্শ প্রদান করা ।
চ. পাঠ্য তালিকা ও কারিকুলাম প্রণয়ণ, পরিবর্তন বা পরিবর্ধন করা ।
পরিচালনা পরিষদের দায়িত্ব ও কর্তব্য
ক. “মারকাযুল ফিকহিল ইসলামীর” গঠনতন্ত্র প্রণয়ন ও তাহা সংরক্ষণ এবং প্রয়োজনে তাহা পরিবর্তন ও পরিবর্ধন করা।
খ. “মারকাযুল ফিকহিল ইসলামীর” মূলনীতি, আদর্শ ও উদ্দেশ্যকে সংরক্ষণ ও বাস্তবায়ন করা।
গ. “মারকাযুল ফিকহিল ইসলামীর” আয়-ব্যয়ের সমন্বয় সাধন। যেমন মাসিক খোরাকী, শিক্ষক/স্টাফদের বেতন ভাতা, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল ইত্যাদি পরিশোধের ব্যবস্থা গ্রহণে সর্বাত্মক চেষ্টা করা ।
ঘ. “মারকাযুল ফিকহিল ইসলামীর” স্বার্থে বিভিন্ন বিভাগ স্থাপন, একাধিক বিভাগকে একত্রকরণ এবং আবশ্যক বোধে কোনো বিভাগ বিলুপ্তি করণ ।
ঙ. “মারকাযুল ফিকহিল ইসলামীর” জন্য জমি ক্রয় বা বিক্রয়, নির্মাণ, মেরামত ও সম্প্রসারণ করা ৷
চ. “মারকাযুল ফিকহিল ইসলামীর” পরিচালনার জন্য প্রয়োজনীয় নিয়ম-কানুন প্রণয়ন, পরিবর্তন বা পরিবর্ধন করা ।
ছ. বাৎসরিক বাজেট প্রণয়ন ও অডিট করণ।
জ. “মারকাযুল ফিকহিল ইসলামীর” সকল স্থাবর- অস্থাবর সম্পদ রক্ষণাবেক্ষণ এবং উহার হেফাজত করণ ।
ঝ. পরিচালনা পরিষদের কার্যকালের মধ্যে যদি কোনো সদস্যপদ শূন্য হয়; তবে অবশিষ্ট কার্যকালের জন্য সদস্য মনোনয়নের ক্ষমতা পরিচালনা পরিষদের থাকিবে I
ঞ. উল্লেখিত অধিকার ও দায়িত্ব ছাড়াও “মারকাযুল ফিকহিল ইসলামীর” অস্তিত্ব রক্ষা, উন্নতি বিধান ও লক্ষ্য-উদ্দেশ্য হাসিলের জন্য প্রয়োজনীয় বা সহায়ক যে কোনো প্রকার অধিকার বা ক্ষমতা পরিচালনা পরিষদের থাকিবে।
ট. “মারকাযুল ফিকহিল ইসলামীর” বর্তমান সংবিধানটি বিগত ০১/০৮/২০১৭ঈ. তারিখের সাধারণ সভায় অনুমোদিত হয় এবং বর্তমান কার্যকারী কমিটি সাংবিধানিক পরিচালনা পরিষদরূপে গণ্য হইবে।
ঠ. পরিচালনা পরিষদের কার্যকাল ৫ (পাঁচ) বৎসর হইবে। কার্যকাল অতিক্রান্ত হওয়ার ২ (দুই) মাস পূর্বে সাধারণ পরিষদ কর্তৃক পরিচালনা পরিষদ পুনর্গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত হইবে। তবে নতুন কমিটি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত চলতি কমিটি দায়িত্ব পালন করিবেন।
ড. পরিচালনা পরিষদের সদস্য সংখ্যা সর্বোচ্চ ১০ (দশ) জন হইবে এবং ০৭ (সাত) জনের কম হইবে না।
পরিচালনা পরিষদ গঠিত হইবে নিম্নলিখিত নির্বাহী পরিষদের সমন্বয়ে:
সভাপতি-০১জন, সহ-সভাপতি-০২জন, সম্পাদক-০১জন, যুগ্ম সম্পাদক-০১জন, অর্থ সম্পাদক -০১ জন, সদস্য-০২ জন। নব গঠিত কার্যকারী পরিষদ চলতি কমিটির সভাপতি, মহাসচিব কর্তৃক লিখিত দায়িত্ব প্রাপ্তির পর হইতে তাহাদের দায়িত্বভার গ্রহণ স্বীকৃত হইবে।
“মারকাযুল ফিকহিল ইসলামীর” তহবিল
ক. জনসাধারণ কর্তৃক দান, ছাত্র কর্তৃক মাসিক প্রদেয়, অনুদান, এককালীন দান, মাসিক চাঁদা, কুরবানীর চামড়া, যাকাত ইত্যাদির দ্বারা “মারকাযুল ফিকহিল ইসলামীর” তহবিল গঠিত হইবে। তবে বিদেশী সাহায্য গ্রহণের ক্ষেত্রে ১৯৭৮ সালের বিদেশী দান (স্বেচ্ছা-সেবামূলক তৎপরতা) বিধি অধ্যাদেশ মানিয়া চলিতে হইবে। উক্ত তহবিল “মারকাযুল ফিকহিল ইসলামীর” নামে ব্যাংকে সংরক্ষিত থাকিবে এবং উহা রঈস (প্রিন্সিপাল) ও অর্থ সম্পাদকের যুক্ত স্বাক্ষরে পরিচালিত হইবে।
হিসাব নিরীক্ষণ
প্রতি বছর প্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর যাবতীয় সম্পদ সরকার কর্তৃক মনোনীত চার্টার্ড একাউন্টেন্ট কোং দ্বারা নিরীক্ষণ করিয়ে নিতে
হবে।
শিক্ষাবর্ষ
“মারকাযুল ফিকহিল ইসলামীর” শিক্ষাবর্ষ হিজরী ৯ই শাওয়াল হইতে পরবর্তি ৮ই শাওয়াল পর্যন্ত বলে গণ্য হইবে ।
অর্থবর্ষ
হিজরী ১লা রমজান হইতে ৩০ শে শা'বান ।
সংবিধান সংশোধন
সংবিধান এর ধারার পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনের প্রয়োজন দেখা দিলে সাধারণ পরিষদের মোট সদস্য সংখ্যার দুই তৃতীয়াংশের মতে হইতে হইবে। কিন্তু সংবিধানে বর্ণিত “মারকাযুল ফিকহিল ইসলামীর” মূলনীতি, উদ্দেশ্য আদর্শের পরিপন্থি কোনো ধারা বা উপ-ধারা বা অংশ সংযোজন বা পরিবর্তন করা যাইবে না।
আমরা প্রত্যয়ন করিতেছি যে, দাখিলকৃত গঠনতন্ত্র “মারকাযুল ফিকহিল ইসলামীর” গঠনতন্ত্রের অবিকল নকল । (সংক্ষেপিত)