মারকাযের লক্ষ্য ও উদ্দেশ্য

মারকাযের লক্ষ্য ও উদ্দেশ্য

মারকাযের লক্ষ্য ও উদ্দেশ্য

* সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদীন, আকাবিরে উম্মত ও সালফে সালেহীনের গবেষণালব্ধ জ্ঞানের আলোকে কুরআন ও সুন্নাহর পরিপূর্ণ শিক্ষা প্রদান।

* ইলমে দ্বীন হাসিলের সাথে আমালে সালেহা ও আখলাকে নববীর আলোকে শিক্ষার্থীদের জীবন গড়ে তোলার মাধ্যমে এমন একদল আলেম তৈরি করা, যারা সাহাবায়ে কেরাম ও আহলেদিল আকাবিরের স্বার্থক উত্তরসূরী হিসাবে ওয়ারাসাতে নববীর দায়িত্ব পালনে সক্ষম হবে।

* যুগ সচেতনতার সাথে সাথে কুরআন সুন্নাহর শিক্ষা প্রদান এবং শিক্ষার্থীদের লিখনী ও বাকশক্তির স্ফুরণ ঘটানোর প্রশিক্ষণ দান করা যাতে করে শিক্ষার্থীরা যুগ জিজ্ঞাসার উত্তর প্রদান ও স্ব স্ব যুগের সমূহ বাতিল মতবাদের বিরুদ্ধে ইসলামের আদর্শ ও শিক্ষা যুক্তি যুক্তভাবে তুলে ধরার মাধ্যমে একেকজন খাটি মুবাল্লিগের দায়িত্ব আঞ্জাম দিতে সক্ষম হয়।

arrow_upward