বার্ষিক প্রতিযোগিতার এলান
এতদ্দ্বারা মারকাযের সকল তালিবে ইলমের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রতি বৎসর ডিসেম্বর মাসে দুইদিন ব্যাপী মারকাযের সকল বিভাগের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে, আলহামদুলিল্লাহ। এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য পরীক্ষা পরবর্তী ছুটিতে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানানো হয়।
কিতাব বিভাগের ছাত্রদের বাৎসরিক প্রতিযোগিতার বিষয়বস্তুঃ
আরবীও বাংলা বক্তৃতা ৩ গ্রুপে অনুষ্ঠিতহবে। উক্ত প্রতিযোগিতায় কিতাব বিভাগের সকল ছাত্রের অংশগ্রহণ বাধ্যতামূলক।
প্রথম গ্রুপ : খুসুসী থেকে মিজান জামাত।
দ্বিতীয় গ্রুপ : নাহবেমীর থেকে শরহে বেকায়া জামাত।
তৃতীয় গ্রুপ :জালালাইন থেকে তাখাসসুসাত।
১. গ্রুপভিত্তিক আরবী বক্তৃতার বিষয়াবলী—
প্রথম গ্রুপ: أهمية العلم و فضائله
দ্বিতীয় গ্রুপ : السيرة النبوية
তৃতীয় গ্রুপ : الجهاد و الإرهاب
২. গ্রুপভিত্তিক বাংলা বক্তৃতার বিষয়াবলী—
প্রথম গ্রুপ : আদর্শ ছাত্র হিসাবে গড়ে উঠতে আকাবিরদের ছাত্রজীবন পাঠের ভূমিকা।
দ্বিতীয় গ্রুপ :আদর্শ জীবন গঠনে আকাবির ও আসলাফের জীবনী পাঠের ভূমিকা।
তৃতীয় গ্রুপ :স্বাধীনতা সংগ্রাম ও বিজয়ের ইতিহাস।
৩. ইংরেজী বক্তৃতা ২ গ্রুপে অনুষ্ঠিত হবে।
প্রথম গ্রুপ : তাখাসসুসাত (সকলের অংশগ্রহণ বাধ্যতামূলক)
দ্বিতীয় গ্রুপ : খুসুসী থেকে তাকমীল
৪. হিফজুল হাদিস (উস্তাদদের পক্ষ হতে নিবার্চিত ৩০ টি হাদিস)
উক্ত প্রতিযোগিতায় কিতাব বিভাগের যেকোনো ছাত্র অংশগ্রহণ করতে পারবে।
৫. হামদ—নাত
উক্ত প্রতিযোগিতায় কিতাব বিভাগের যেকোনো ছাত্র বাছাই পর্বে অংশগ্রহণ করতে পারবে। বাছাই পর্ব শেষে নির্বাচিত ১০ জন মূল প্রতিযোগিতায় অংশ নিবে।
৬. শের—আশআর প্রতিযোগিতা
উক্ত প্রতিযোগিতার সাথে স্বরচিত কবিতা আবৃতির প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
৭. হিফজুল কুরআন (যেকোনো ১০ পারা)
উক্ত প্রতিযোগিতায় খুসুসী থেকে নাহবেমীর পর্যন্ত সকল ছাত্রেরঅংশগ্রহণ বাধ্যতামূলক।
৮. নাহু—সরফের মুনাযারা
উক্ত প্রতিযোগিতায় কিতাব বিভাগের সকল ছাত্র দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবে।
৯. বিতর্ক অনুষ্ঠান :বিষয় : তাকলীদের প্রয়োজনীয়তা। (পক্ষ—বিপক্ষ)
(তাখাসসুসাতের সকল ছাত্রের অংশগ্রহণ বাধ্যতামূলক।)
নির্দেশক্রমে
দফতরে তালিমাত
মারকাযুল ফিকহিল ইসলামী
উত্তরা, ঢাকা।