অভিভাবকগণের অবশ্য করণীয়

অভিভাবকগণের অবশ্য করণীয়

অভিভাবকগণের অবশ্য করণীয়

  • নিয়ম-শৃঙ্খলা ও পরিবেশ-পরিচ্ছন্নতার প্রতি সযত্ন লক্ষ্য রেখে মারকাযের তালিম-তরবিয়তের সুষ্ঠু পরিবেশ কায়েমে সর্বাত্মক সাহায্য করা।
  • প্রতি ইংরেজী মাসের ১০ তারিখের মধ্যে মাসিক প্রদেয় পরিশোধ করা।
  • প্রতিষ্ঠানের কোন লেনদেন নির্ধারিত রশিদ ব্যতিরেকে না করা।
  • প্রতিদিন আসরের পর থেকে মাগরিবের ১৫ মিনিট পূর্ব পর্যন্ত সাক্ষাতের সময়,শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়েই অভিভাবকগণের সাথে সাক্ষাত করবে।
  • জরুরী প্রয়োজনে নির্দিষ্ট সময়ের বাইরে শিক্ষার্থীর সাথে সাক্ষাত করতে হলে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে সাক্ষাতের সুযোগ নিবে।
  • শিক্ষার্থীর হাতে মোবাইল ও নগদ টাকা না দেয়া। এব্যাপারে অতি সতর্কতা অবলম্বন করে পরিবেশ সুষ্ঠু রাখতে সহায়তা করা। শিক্ষার্থীর পড়ালেখায় প্রভাব ফেলতে পারে বা মানসিক ভাবে বিপর্যন্ত হতে পারে এমন আচরণ কিংবা সংবাদ সরবরাহ থেকে বিরত থাকা ।
  • স্টাফদের কারো সাথে সাক্ষাৎ করতে হলে অফিস কর্তৃপক্ষের অনুমতিক্রমে সাক্ষাতের সুযোগ নেওয়া ৷
  • গার্ড কিংবা অফিস কর্তৃক অনুমতি ছাড়া সরাসরি শ্রেণী কক্ষে /শিক্ষকগণের রুমে প্রবেশ না-করে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকা।
  • প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত কারণ/ওজর ছাড়া শিক্ষার্থীর জন্য অহেতুক ছুটির আবেদন করা থেকে বিরত থাকা ।
  • সময়ের প্রতি লক্ষ রাখা। স্বল্প সময়ের মধ্যে সাক্ষাৎ শেষ করে সন্তানের প্রতি রহম করা।
  • কোন শিক্ষকের ব্যাপারে কোন অভিযোগ থাকলে সরাসরি তাকে কিছু না-বলে কর্তৃপক্ষকে অবহিত করা।
  • তালিম-তরবিয়তের মান উন্নয়ন এবং মেধা ও মননশীলতা সৃষ্টির জন্য কর্তৃপক্ষ এবং শিক্ষকগণ আপনার সন্তানের সামগ্রিক পরিচর্যায় সদা ব্যস্ত, তাই মারকাযের নিয়ম-কানুন ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হয়ে আপনার সন্তানের মেধা, মননশীলতা ও যোগ্যতা তৈরীর ক্ষেত্রে কৃর্তপক্ষকে সর্বাত্মক সহায়তা করা।
arrow_upward