বিশেষ আবেদন

বিশেষ আবেদন

বিশেষ আবেদন

মুহতারাম,

         আমাদের প্রিয় মাদরাসা “মারকাযুল ফিকহিল ইসলামী“ দারুল উলূম দেওবন্দের আদর্শে পরিচালিত একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ! আল্লাহ তা'য়ালার মেহেরবানী ও আপনাদের আন্তরিক দুআ এবং ছাত্র-শিক্ষকগণের অক্লান্ত পরিশ্রমে অন্যান্য শিক্ষাবর্ষের ন্যায় ১৪৪১/৪২ হি. শিক্ষাবর্ষেও কেন্দ্রীয় পরীক্ষায় মারকাযের ছাত্রদের মধ্য হতে কওমী মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়ার অধীনে দাওরায়ে হাদীসে (মাস্টার্স সমমান) ২২ জন ও বেফাকের অধীনে ০৮ জন এবং হুফফাজ পরীক্ষায় ০১ জন ছাত্রসহ সর্বমোট ১১ জন ছাত্র মেধা তালিকায় স্থান করে নিয়েছে। কেন্দ্রীয় পরীক্ষায় সর্বমোট ৫২ জন শিক্ষার্থীর মধ্যে ২৭ জন (A+), ১৭ জন (A) ও ০৮ জন ছাত্র (A-) পেয়ে শতভাগ পাশ করেছে।

যেহেতু আমাদের উক্ত প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের আদর্শে পরিচালিত। তাই দারুল উলূম দেওবন্দের মূলনীতি অনুযায়ী মাদরাসার ৪০০ জন ছাত্রের মধ্য হতে বহু সংখ্যক এতিম, দুস্থ ও গরীব ছাত্রদের উন্নতমানের থাকা-খাওয়া ও পড়া-লেখার সুব্যবস্থা করে আসছে। তবে এক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব আয়ের কোনো ব্যবস্থা নেই; বরং সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা করে কিছু নেক বান্দাদের আন্তরিক সহযোগিতায় এই প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।

এখন পর্যন্ত মাদরাসার নিজস্ব ভবন না থাকায় একটি ৬তলা ও অন্য ভবনের একটি ফ্লোর ভাড়া করে প্রতিষ্ঠান চালাতে হচ্ছে। যার ফলে ব্যয়ের পরিমাণ অনেক বেশি। বর্তমানে মাদরাসার ছাত্র সংখ্যা বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির নিজস্ব জায়গা ও ভবন খুবই প্রয়োজন। তাই বর্তমানে মারকাযের উক্ত প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য নিজস্ব জায়গা ক্রয় ও ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অতএব আপনার প্রতি বিশেষ আবেদন এই যে, আপনি সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আপনার এবং আপনার আত্মীয়-স্বজনের সাধারণ অনুদান, যাকাত, ফিতরা, মান্নত ও অন্যান্য অনুদানের মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নতি ও ছাত্রদের দ্বীনি শিক্ষার পথকে সুগম করে সদকায়ে জারিয়ার অশেষ নেকী হাসিল করুন।

  • আরযগুজার
  • হাফেজ মাও. মাহফুজুর রহমান সাহেব
  • পরিচালক, মারকাযুল ফিকহিল ইসলামী, উত্তরা, ঢাকা-১২৩০।
arrow_upward