প্রতিষ্ঠাকাল
বিশিষ্ট আলেমে দ্বীন হযরত হাফেজ মাওলানা মাহফুজুর রহমান সাহেব ও প্রখ্যাত সমাজ সেবক, দ্বীনদরদী, দেশ প্রেমিক জনাব মো. শফিকুল ইসলাম সাহেব (এডিশনাল ডিআইজি, নৌ পুলিশ, বাংলাদেশ) প্রথমে ২০১৭ সালে ১০ নম্বর সেক্টরে ১৩ নম্বর রোডস্থ ভাড়া করা একটি বাড়ীতে ‘দারুল কুরআন মাদরাসা' নাম দিয়ে এর কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে বাংলাদেশের প্রখ্যাত বুজুর্গ, লাখো মানুষের প্রাণের স্পন্দন, অসংখ্য উলামা-তলাবার আধ্যাতিক রাহবার, কুতুবুল আলম আরেফ বিল্লাহ শাহ হাকীম মুহাম্মাদ আখতার (রহ.) এর সুযোগ্য খলিফা, শাইখুল হাদীস আল্লামা মুফতি আবদুল গফ্ফার দা. বা. এর দিক নির্দেশনায় ২০১৮ সালে একই সেক্টরের ০১ নম্বর রোডস্থ ৬ তলা বিশিষ্ট ০২ নম্বর বাড়ীটিতে ভাড়ার ভিত্তিতে ‘মারকাযুল ফিকহিল ইসলামী' নামে বৃহৎ আকারে, আরো নতুন আঙ্গিকে এর কার্যক্রম শুরু করেন। বর্তমান ভাড়া করা এই বাড়ীটিতেই এর একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।